জেনে নিন বাসক পাতার গুনাগুণ
নিউজডেস্ক- বাসক পাতা এই গাছটি উপকারিতা আর পাঁচটা ঔষধি গাছের থেকে অনেকগুন বেশি! আগের দিনে এই গাছটিকে ঔষধি গাছ হিস্যাবে ব্যবহার করা হত! গাছটি বেশিভাগ দেখা যায় বাড়ির আশেপাশে সমতল ভূমিতে! এছাড়া আদ্র সমতল ভূমিতে বেশি জন্মায়! এই গাছের পাতার রস বাচ্চাদের খাওয়ালে বেশি উপকারী হয়ে থাকে! শুধুই তাই নয় বাসকের ছাল,পাতা রস সবই সর্দি কাশি সরানোর জন্য অত্যাধিক প্রয়োজনীয় এই গাছ! বাসক পাতা বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যাথা কমে যায়! যদি বুকে কফ জমে এবং তার জন্য শ্বাসকষ্ট হয়! তাহলে বাসক পাতার রস ১-২ চামচ, এবং কন্টিকারী রস ১-২ চামচ, ও মধু মিশিয়ে খেলে কফ সহজে বেরিয়ে আসে! এছাড়াও প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে ২-৩ চামচ মিছরি ১-২ চামচ সরবত করে খেলে এই রোগ সেরে যায়! চামড়ার রং উজ্জ্বল করতে এই গাছের উপকারিতা অনেক! শিশুর পেটে কৃমি থাকলে এই গাছের ছালের কাঠ খাওয়ালে কৃমি সেরে যায়!
ছবি সৌজন্যে- ডেলিহান্ট