পুজোতে কীভাবে সাজবেন, দেখে নিন

0 0
Read Time:2 Minute, 31 Second

নিউজডেস্ক- পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি! তাই এখন থেকে শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা! ভাবছেন পুজোতে কিভাবে সাজগোজ করবেন! তাহলে প্রথমেই বলি সাজগোজ করার আগে একটু ভাবেনিন আপনি যে সাজগোজ করবেন সেই সাজগোজটা কতক্ষণ থাকবে আপনার মুখে! কারণ গরমে মুখের মেকআপ গলে যাওয়ার সমস্যা থাকে প্রত্যেকেরেই! তাই এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন! সেই নিয়েই বেশ কিছু টিপস আলোচনা করা যেতেই পারে! প্রথমেই বলি মুখে মেকআপ করার আগে! একটুকরো পরিস্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন! কারণ আপনার মুখে যদি লালচেভাব ও ফোলাভাব থাকলে নিমেষে উধাও হয়ে যাবে! তা ছাড়া রোম কূপ সংকুচিত হয়ে তেলভাবটা কমে যাবে! কাজেই মেকআপের একটা দারুন বেস পেয়ে যাবেন আপনি! ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর পর সরাসরি ফাউন্ডেশন না লাগিয়ে প্রথমে প্রাইমার লাগান! তাতে একদিকে মেকআপ দেখতে যেমন উজ্জ্বল লাগবে, তেমনি থাকবে অনেক্ষন! মেকআপের আরো এক বিষয়ে দিকে নজর দিতে হবে সেটি হল ফাউন্ডেশন যাচাই করা! কারণ ফাউন্ডেশ লাগানোর আগে তার ধরণটা আপনাকে জেনে নিতে হবে! ফাউন্ডেশন ধরণ প্রাইমারের ধরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াটা জরুরি! অথাৎ যদি আপনি অয়েল বেসড প্রাইমারি লাগিয়ে থাকেন, তা হলে ওয়েল বেসড ফাউন্ডেশই লাগান! প্রাইমারি ওয়াটার বেসড হলে ফাউন্ডেশনও তেমনই হওয়া দরকার! কারণ উল্টোটা হলে আপনার প্রাইমার আর ফাউন্ডেশন মিশ খাবে না! হালকা প্রলেপ ফাউন্ডেশন লাগান! এরপর বড় গোলাকার ব্রাশ দিয়ে হালকা করে পাউডার লাগিয়ে নিন মুখে! এছাড়া আপনি যদি মনে করেন ত্বকের ধরণের সঙ্গে মানানসই সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন!

ছবি সৌজন্যে- ইউটিউব

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!