বার্সায় না, নেইমার পিএসজিতেই
Read Time:44 Second
নিউজডেস্ক- গত কয়েকদিন ধরে চলা সমস্ত জল্পনায় অবসান। বার্সেলোনায় ফেরা হচ্ছে না ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার দ্যা সিলভা স্যান্টোসের। আপাতত পিএসজি-তেই থাকতে হচ্ছে নেইমারকে। সুত্রের খবর, বার্সেলোনা নেইমরাকে তাদের দলে আনতে এমন কিছু শর্ত দিয়েছিল যা পিএসজি মানতে পারেনি। ২ সেপ্টেম্বর ছিল ইউরোপে দলবদলের শেষ দিন। তাই স্বাভাবিকভাবে বলাই যায় মেসি, সুয়ারেজদের পাশে এ মরসুমেও দেখা যাবে না নেইমারকে।