কংগ্রেসে ফের ভাঙন, ওমপ্রকাশ তৃনমূলে
নিউজডেস্ক- কংগ্রেস ছেড়ে তৃনমূলের পতাকা হাতে তুলে নিলেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। বুধবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন ওমপ্রকাশ। তার কিছুক্ষনের মধ্যেই মুখ্যমন্ত্রী স্বয়ং ওমপ্রকাশের তৃনমূলে যোগদানের কথা ঘোষণা করেন। দলে যোগ দেওয়ার কিছুক্ষনের মধ্যেই ওমপ্রকাশকে রাজ্যের শাসক দলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি তাকে তৃনমূলের কোর কমিটিতেও তাকে নেওয়া হতে পারে খবর পাওয়া যাচ্ছে।
সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই নিজের দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন ওমপ্রকাশ। পাশাপাশি এরাজ্যে বিজেপিকে থেকাতেত্রিনমুল ও কংগ্রেসের জোটের পক্ষেও তিনি বেশ কিছুদিন ধরে সওইয়াল করছিলেন। তাই তার তৃনমূলে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ছবি সৌজন্যে- অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেস সাপোটার্স