কলকাতায় পুলিশি হামলার প্রতিবাদে বালুরঘাটে মাল্টিপারপাস কর্মীদের বিক্ষোভ মিছিল
নিজস্ব সংবাদ, বালুরঘাট: কলকাতায় এএনএম বা মাল্টিপারপাস কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আন্দোলনে নামল
এএনএম কর্মীরা। মঙ্গলবার বিকেলে বালুরঘাটে একটি মিছিল বের করে এএনএম কর্মীরা। মিছিলের পাশাপাশি জেলা শাসকের কাছে নিজেদের স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
জানা গিয়েছে, বেতন বৃদ্ধি, পদোন্নতি, শূন্য পদে নিয়ােগ সহ একাধিক দাবিতে অনেক আগেই জেলাস্তরে আন্দোলনে সামিল হয়েছিলেন এএনএম বা মাল্টিপারপাস কর্মীরা। এরই প্রতিবাদে ৮ আগস্ট কলকাতায় তারা বিক্ষোভ আন্দোলন চালায়।
অভিযোগ, সেই আন্দোলনে লাঠি নিয়ে হামলা চালায় পুলিশ। পুলিশের হামলায় আহত হয় একাধিক এএনএম কর্মীরা। এমনকি শিশু থেকে অসুস্থ সহকর্মীদের জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন তারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে আন্দোলনকারী অনন্যা কর্মকার জানান, গত ৮ তারিখ কলকাতার তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বর্বরােচিত ভাবে অত্যাচার চালায়। সেদিনের ঘটনার প্রতিবাদে আজ তারা বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করেন।
অন্যদিকে পুরাে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিখিল নির্মল।