হাতির হানা অব্যাহত মাদারিহাট বীরপাড়া ব্লকে
Read Time:1 Minute, 12 Second
আলিপুরদুয়ার:- হাতির হানা মাদারিহাট বীরপাড়া ব্লকের বন্ধ মুজনাই চা বাগানে। হাতির হানায় ভাঙল পৃথক ২টি ঘর স্থানিয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে দুটি বুনো হাতি সংশ্লিষ্ট চা বাগানের ৫ নং লাইনে ঢুকে বাগানের শ্রমিক সূর্য উরাও ও ছবিলাল উরাও বাড়িতে হামলা চালিয়ে ঘরের দেয়াল ভেঙ্গে তছনছ করে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সূর্য উরাও বলেন, “এদিন সকালে দুটি বিশাল বুনো হাতি তান্ডব চালিয়ে ঘরের দেয়াল ভেঙ্গে দেয়। ঘরে মজুত চাল,আটা শাকসবজি খেয়ে সবার করে দেয় । বন দফতরের কেউ এখনো আসেনি। অভিযোগ, খবর দিলেও আসে না বন দফতর। আজ কোন মতে প্রাণে বেঁচে গেছি। ঘর মেরামত করবার সামর্থ্য নেই। সরকার থেকে উপযুক্ত ক্ষতিপূরনের দাবি করেছেন তারা ।”