নতুন টাকিলা ব্র্যান্ড নিকের, খুশিতে পার্টি দিলেন প্রিয়াঙ্কা
Read Time:1 Minute, 5 Second
নিউজডেস্ক- প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস সবসময়েই খবরের শিরোনামে থেকে থাকেন। সম্প্রতি ফটোশপের মাধ্যমে নিজেকে নিকের বুকের মধ্যে এনে নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন পিগি চপস। নিক'কে যে তিনি কতটা চোখে হারান তার প্রমান মিলেছিল ওই ছবিতেই। এবার আবার খবরের শিরোনামে এলেন নিক-প্রিয়াঙ্কা জুটি। সম্প্রতি একটি নতুন টাকিলা ব্র্যান্ড লঞ্চ করেছেন নিক জোনাস। নতুন এই ব্র্যান্ডের নাম 'ভিলা ওয়ান'। পতিদেবের এই নতুন সাফল্যে খুশি হয়ে সম্প্রতি একটি বনফায়ার পার্টি হোস্ট করেছিলেন দেশি গার্ল। সেই পার্টির বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।