মেট্রো রেলের সুড়ঙ্গে ধস পরীক্ষা করতে বিদেশ থেকে এলেন তিন বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিনিধি- বউবাজারে মেট্রো রেলের সুড়ঙ্গে ধস পরীক্ষা করতে বিদেশ থেকে উড়িয়ে আনা হল তিন বিশেষজ্ঞকে। মঙ্গলবার রাতেই তাঁরা কলকাতায় এসে পৌঁছান। এদের মধ্যে দুজন মাটি বিশেষজ্ঞ এবং অন্যজন সুড়ঙ্গ বিশেষজ্ঞ।হংকং থেকে এসেছেন জন এনরিকর্দ। ইনি মাটি বিশেষজ্ঞ। আরও এক মাটি বিশেষজ্ঞ এসেছেন বউবাজারের মেট্রো রেলের সুড়ঙ্গ পরীক্ষা করতে। তিনি হলেন ডা. পিছুমনি। ইনি আইআইটির আমন্ত্রিত লেকচারারা। এসেছেন সুড়ঙ্গ বিশেষজ্ঞ জে ব্রিজ ক্রিস্টোফার হল। সুড়ঙ্গ বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক স্তরে তাঁর খ্যাতি রয়েছে। এদের সঙ্গে রয়েছেন মেট্রো রেলের বিশেষজ্ঞরা।অন্যদিকে, কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে নিজেদের মূল্যবান জিনিসপত্র বের করছেন এলাকার বাসিন্দারা। তাদের লম্বা লাইন পড়েছে দূর্গা পিতুরি লেনে। পুলিস, পুরকর্মীদের নিয়ে তারা ভেতরে গিয়ে জিনিসপত্র বের করেন আনেন।