আজকের রাশিফল
নিউজ ডেস্কঃ দিনের শুরু করবেন কিভাবে? রাশিফলে দেখে নিন আপনার ভাগ্য।
মেষ – মেষ রাশির জাতক জাতিকা দের আজ পরাশুনায়ে বিকাশ ঘটবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হবে।
বৃষ – বৃষ রাশির জাতক জাতিকারা আজ ঋণ থেকে মুক্তি লাভ করবে, পথ ঘাটে বিপদ হতে পারে।
মিথুন – মিথুন রাশির জাতক জাতিকা দের আজ মনের ইচ্ছা পূরণ হতে পারে, বহু দিনের আটকে থাকা কাজ আজ হয়ে যেতে পারে।
কর্কট – কর্কট রাশির জাতক জাতিকারা আজ পিচ্ছল যায়গায় পরে বিপদ হতে পারে।
সিংহ – সিংহ রাশির জাতক জাতিকারা আজ কর্ম ক্ষেত্রে মহা বিপদে পরবে, লটারিতে প্রাপ্তি যোগ আছে।
কন্যা – কন্যা রাশির জাতক জাতিকা দের আজকে প্রতিবেশির সঙ্গে বিবাদ হতে পারে, বাড়িতে কুটুম আসতে পারে।
তুলা – তুলা রাশির জাতক জাতিকা দের আজ পত্নী বিয়োগ হতে পারে।
বৃশ্চিক – বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যেকোনো জায়গা থেকে ঠকে আসতে পারে।
ধনু – ধনু রাশির জাতক জাতিকা দের আজ চিকিৎসা ক্ষেত্রে বেশি টাকা পয়সা খরচ হতে পারে, হঠাৎ প্রাপ্তি যোগ আছে।
মকর – মকর রাশির জাতক জাতিকা দের আজ খেলা ধুলায় সাফল্য পাবার সুযোগ আছে ।
কুম্ভ – কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ তাদের বন্ধু দের কাছ থেকে বিশ্বাস ঘাটকতার শিকার হবে, জমি বাড়ি কেনার আজ শুভ সময়।
মীন – মীন রাশির জাতক জাতিকারা আজ সন্তান দের শরীর নিয়ে বিপদে পরবে, হৃদ জনিত রোগ হতে পারে।