প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন লিলুয়ায়
নিউজডেস্ক- প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন। লিলুয়া পটুয়া পাড়ার বাসিন্দা ওই যুবকের নাম চন্দন সিং। দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত দুপুর একটা নাগাদ।নিজের এলাকায় দাঁড়িয়েছিল চন্দন সিং। সেই সময় মালিপাচ ঘরা থানা এলাকার ধর্মতলা রোডের বাসিন্দা সুভাষ সিং বাইক নিয়ে যাচ্ছিল। রাস্তার জমা জল বাইকের চাকায় ছিটকে গায়ে লাগে চন্দনের। এরপর দুপক্ষের ঝামেলা বাধে। চন্দনকে মারধর করে পালিয়ে যায় সুভাষ। এরপর দুপুর তিনটে নাগাদ চন্দন দলবল নিয়ে আসে লিলুয়া ফ্লাই ওভারে। সেখানেই দলবল নিয়ে আড্ডা মারছিল সুভাষ। দুপক্ষের মধ্যে শুরু হয় মারামারি।তখন ধারালো অস্ত্র চন্দনকে আঘাত করে সুভাষ। দৌড়ে পালাতে গিয়ে ফ্লাই ওভারের মুখে পড়ে যায় চন্দন। তখনই বাইকে ধাওয়া করে এসে তাকে কুপিয়ে খুন করা হয়। জনবহুল এই এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করে। এরপর বিকেল পাঁচটা নাগাদ চন্দন ঘনিষ্ঠ প্রায় ৫০ জন যুবক চড়াও হয় ফ্লাই ওভারের মুখে। বাঁশ লাঠি ইট দিয়ে ভাঙচুর করে দোকানপাঠ। মারধর করে ব্যবসায়ীদের। পুলিশের সামনেই এঘটনা ঘটে।পরে বিশাল পুলিশবাহিনী আসে। হামলাকারীদের লাঠিচার্জ করে হঠিয়ে দেয়। কিন্তু দোষীদের গ্রেফতারের দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ।চলে বিক্ষোভ। পুলিশ সূত্রে জানানো হয় যে। দুই গোষ্ঠীর পুরানো বিবাদ ছিল। সেকারনে খুনের ঘটনা। একজনকে আটক করা হয়েছে। অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।