প্রতিবেশীদের বিবাদে উত্তেজনা বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: মহিলাকে মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে। প্রতিবেশীদের মধ্যে বিবাদে চরম উত্তেজনা ছড়াল বালুরঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের অত্রি কলোনীতে। ঘটনায় একটি পরিবারের বিরুদ্ধে একত্রিত হয়ে থানায় দ্বারস্ত হয়েছেন পাড়ার সকলে। অভিযোগ, ওই পরিবার সবার সঙ্গে প্রতিনিয়ত ঝামেলা, মারধর করে। তাই এদিন বালুরঘাট থানায় ওই পরিবারের উচ্ছেদের দাবী জানিয়েছেন তারা।
জানা গিয়েছে, শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক বর্মণ, বিপ্লব বর্মণ সহ তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ এলাকার মানুষদের। অভিযোগ, এলাকার এই দুই যুবক কারণে অকারণে পাড়ায় সবার সাথে বিবাদ করে। প্রতিবাদ জানালেই আক্রমণ করে ধারাল অস্ত্র, বাঁশ, রড নিয়ে।
মঙ্গলবার ফের অকারণে দীপক বর্মণ প্রতিবেশী গৌরি ঋষি নামে এক মহিলার সাথে বিবাদ শুরু করে। প্রতিবাদ করতেই আক্রমণ করে ওই মহিলাকে। গৌরি দেবীর মাথায় চোট লেগেছে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অন্য প্রতিবেশীরাও আক্রান্ত হয়েছেন।
প্রতিবাদে প্রতিবেশীরা একত্রিত হয়ে বুধবার বালুরঘাট থানায় অভিযোগ জানিয়ে ওই পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের দাবি তোলে।পালটা থানায় দ্বারস্ত হয় অভিযুক্তরাও। এই নিয়ে বেশ উত্তেজনা দেখা দেয় এলাকায়। পুলিশ পুরো বিষয়ের উপর তদন্ত শুরু করেছে।