দিদিকে বল কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক তৃণমূল যুব নেতা সিতাংশু ভট্টাচার্যের
মালদা: দিদিকে বল কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতা সীতাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার পুরাতন মালদার বাচামারি এলাকায় আয়োজন করা হয়েছিল এই সাংবাদিক বৈঠকের। সাংবাদিক বৈঠক করে দিদিকে বল কর্মসূচির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন তিনি। শুক্রবার থেকে মালদা বিধানসভা কেন্দ্রের মহিষবাথানী অঞ্চলের বলরামপুর এলাকায় এই জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে। এদিন সারা দিন এবং রাত্রি নিবাস করবেন ওই এলাকাতেই বলে জানান সীতাংশ বাবু।

তিনি আরো জানা বলরামপুরের ওলিগলি থেকে শুরু করে সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং দিদিকে বল ফোন নাম্বার দেওয়া একটি করে কার্ড বিলি করবেন। যেখানে মানুষ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন দিদির কাছে। দিদিকে বল এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামীতে মালদা জেলার পাশাপাশি পুরাতন ব্লকে তৃণমূল কংগ্রেস আরো শক্তি বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন সিতাংশু বাবু। তিনি আরো জানান এই কর্মসূচীর মধ্যে দিয়ে আগামীতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।