শক্তি প্রতাপ সিং ও শচীন ত্রিপাঠি’র উদ্যোগে আয়োজিত হল ‘দিদিকে বলো’ কর্মসূচী
নিউজডেস্ক- রাজ্যের সাধারন মানুষ যাতে নিজেদের অভাব অভিযোগের কথা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন সেই লক্ষ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচী গ্রহন করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই এই কর্মসূচি সাড়া রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।দিদিকে বলে সুফলও মিলেছে একাধিক মানুষের। বুধবার কালাকার স্ট্রীটে তৃনমূল কংগ্রেসের যুব নেতা শক্তি প্রতাপ সিং ও হকার নেতা শচীন ত্রিপাঠির উদ্যোগে ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচী পালিত হল। পাশাপাশি এদিন ‘দিদিকে বলো’ টি-শার্ট, লোগোরওউদ্বোধন হয়।
এদিন যুব নেতা শক্তি প্রতাপ সিং বলেন, “দিদিকে বলো কর্মসূচী রাজ্যের সাধারন মানুষ ও মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক আরো নিবিড় করবে’। তৃনমূল কংগ্রেসের লড়াকু হকার নেতা শচীন ত্রিপাঠি এদিন বলেন, “দিদিকে বলো’র মতো কর্মসূচী এর আগে কোন রাজ্যের সরকার গ্রহন করেনি। এটা সত্যিই এক অভূতপূর্ব উদ্যোগ”।