পুজোর আগে বালুরঘাট পৌর এলাকায় ভাঙা রাস্তাগুলি সারাইয়ের আশ্বাস
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: শহরের রাস্তায় নিম্নমানের কাজ, কোথাও ভেঙে গর্ত হয়ে আছে। অনেক দিন ধরেই উঠছিল নানা অভিযোগ। বুধবার রাস্তার কাজ খতিয়ে দেখে ইঞ্জিনিয়ারদের ভৎসর্না করলেন বালুরঘাট পৌরসভার প্রশাসক তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর চক্রবর্তী। দ্রুত পুজোর আগে রাস্তা সারাইয়ের কাজ শেষ বলে জানিয়েছেন।
জানা গিয়েছে, প্রায় দশ মাস আগে বালুরঘাট পৌরসভার তৃণমূল বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। এরপরই পৌরসভার মাথায় বসেছে প্রশাসক। পৌর বোর্ড না থাকায় বিভিন্ন সুবিধা থেকে শহরবাসী বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। শহরের রাস্তা খালা খন্দে ভরতি হয়ে গেছিল। পুজোর আগে শহরের এমন রাস্তাঘাট থাকায় বিস্তর অভিযোগ উঠছিল।
অবশেষে পুজোর আগে নতুন পৌর প্রশাসক বসতেই খানাখন্দে ভরতি বালুরঘাট শহরের রাস্তা মেরামত ও নিকাশির কাজ শুরু করে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পৌরসভা।
এদিকে পরিদর্শনে বেরয়ে কিছু জায়গায় নিম্নমানের কাজ হওয়ায় ইঞ্জিনিয়ারকে ভৎসর্না করেন প্রাক্তনমন্ত্রী তথা বালুরঘাট পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটারের সদস্য শঙ্কর চক্রবর্তী। দ্রুত রাস্তা সারাইয়ের কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।