১০০ টাকা কেজি দরে রং করা পচা আপেল বিকোচ্ছে কালিয়াগঞ্জ বাজারে
পিয়া গুপ্তা- ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে পচা আপেল । কি অবাক হলেন তো? তবে এমনই ঘটনা ঘটলো কালিয়াগঞ্জ এর পীর পুকুর বাজারে। টকটকে লাল রং করা পচা আপেল বিক্রির অভিযোগ উঠলো কালিয়াগঞ্জ এর পীর পুকুরের এক ফল ব্যাবসায়ীর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ স্বীকার করতে নারাজ সেই ফল ব্যবসায়ী। জানা যায় কালিয়াগঞ্জ এর বাসিন্দা গণেশ আগরওয়ালা কালিয়াগঞ্জ এর পিরপুকুরের এক ফল ব্যাবসায়ীর কাছে ১০০ টাকা দিয়ে ১ কেজি আপেল কেনেন। আপেল নিয়ে বাড়ি এসে রীতিমত চমকে উঠেন ক্রেতা গনেশ আগরওয়ালা। । আপেল কিনে বাড়ি নিয়ে গিয়েই তিনি দেখতে পান আপেল গুলো দেখতে লাল ও সুন্দর হলেও সব গুলো আপেল পচা। এই ঘটনায় রীতিমত ক্রেতা গনেশ আগরওয়ালা। তিনি জানান এই ধরনের পচা ফল বিক্রি করে যারা মানুষ কে বোকা বানাচ্ছেন তাদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিৎ। গনেশ বাবু আরো জানান ফল গুলো ফিরত দিতে তিনি যখন দোকানে যান তখন আর সেই দোকান দার কে পাওয়া যায় না। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ গণেশ বাবু।
