বিজেপিকে পরাজিত করে কোচবিহার বার লাইব্রেরীর ক্ষমতা দখল করল কং-বাম-তৃণমূল জোট

0 0
Read Time:2 Minute, 20 Second



মনিরুল হক, কোচবিহার: কোচবিহার বার লাইব্রেরী এ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল জোট পন্থীরা। বুধবার এই নির্বাচন হয় বার লাইব্রেরীতে। এইদিনই গভীর রাতে ফলাফল ঘোষিত হলেও একটি আসন এখনও অমীমাংসিত রয়েছে।


জানা গিয়েছে, কোচবিহার বার লাইব্রেরীর দখল নিতে কং-বাম-তৃণমূল জোট করে লড়াইয়ে নামে। অন্যদিকে বিজেপি সমর্থিত আইনজীবীরাও একটি প্যানেল তৈরি করে। সেই প্যানেল থেকে কার্যকারী সমিতিতে জয়ী হয় অভিজিৎ কুমার রায় ও তরুণ দাস নামে দুই সদস্য। অন্যদিকে জোট পন্থীদের ৯ সদস্য জয়ী হয় কার্যকারী সমিতিতে। ৬ অফিস বেয়ারার মধ্যে একটি আসনেও জিততে পারেননি বিজেপি পন্থী আইনজীবীরা। নির্বাচনে জয়ী হয়ে বার এ্যাসোসিয়েশনের সভাপতি হলেন আব্দুল জলিল আহমেদ। সম্পাদক হয়েছেন অশোক ঘোষ। সহ সভাপতি হয়েছেন কুমার বীরেন্দ্র নারায়ণ। সহ সম্পাদক হন রঞ্জন চক্রবর্তী ও দুলাল চন্দ্র দে। দুটি সংরক্ষিত মহিলা আসনেও জয়ী হয় জোট পন্থীদের স্বপ্না রায় সিং ও তপতী চন্দ। এছাড়া জয়ী অন্যরা হলেন অনুপ কুমার দে, বিল্পব রায়, দেবজ্যোতি গোস্বামী, মানস রায়, রাজীব দাস, তনুময় কর।


মোট ২৪২ জন ভোটারের মধ্যে ২৩৭জন ভোট দান করে বলে জানান এই নির্বাচন উপলক্ষে গঠিত কমিশনের পক্ষে প্রিয়ব্রত বর্মণ। তিনি বলেন একটি আসনে সমান সংখ্যক ভোট পরায় সেটি টাই হয়েছে। এবং তার ফল ঘোষণা করা যায়নি। মীর মোসারফ হোসেন ও কুমার দ্বীপ নারায়ণের মধ্যে এই টাই হয়। এখানে মোট আসন ছিল ১৭টি। এর মধ্যে ১১ টি কার্যকারী সমিতি ও ৬টি অফিসিয়াল।



Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!