এ কোন সারা, বিস্মিত নেটদুনিয়া
Read Time:59 Second
বলিউডের নবাগতা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় সারা আলি খান। সইফ আর অমৃতার এই কন্যা ইতিমধ্যে দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন মুখ্য চরিত্রে। বর্তমানে কুলি নম্বর ওয়ানের রিমেকের কাজে ব্যাস্ত সারা। এই ছবিতে সারার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বরুন ধাওয়ানকে।

তবে জানেন কী, কোটি কোটি পুরুষের স্বপ্নের রানি ছিপছিপে সারা আগে কতটা মোট ছিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে মায়ের সাথে একটি পুরোনো ছবি পোস্ট করেছেন সারা। যেই ছবিতে সারাকে ওভারওয়েট অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে সারা লিখেছেন ‘থ্রো-ব্যাক’।
