খোলামেলা পোশাকে শাহরুখ কন্যা সুহানা, ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়
Read Time:1 Minute, 21 Second
নিজের ইন্সটাগ্রামে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। বর্তমানে অভিনয় নিয়ে পড়াশোনার জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সুহানা। সেখানেই বান্ধবীদের সাথে আউটিং-এ বেরিয়েছিলেন সুহানা।

সেই আউটিং-এর কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুহানা। সেখানে একটি ব্ল্যাক প্যান্ট ও ক্রিম কালারের টি-শার্টে বেশ খোলামেলা অবস্থায় দেখা গিয়েছে সুহানাকে।

তার বক্ষ বিভীজিকা এই ছবিতে খুবই পরিস্কার ভাবে দেখা গিয়েছে। যা দেখে সুহানার ভক্তরা রীতিমতো নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেউ লিখেছেন, সুহানা ভালো ভাবে পোশাক পরো’। কেউ বা আবার লিখেছেন, ‘তুমি শাহরুখ খানের মেয়ে। তোমার এই ধরনের পাবলিসিটি না করলেও চলবে’।
