গোলাপী বিকিনিতে স্পেনের সমুদ্রতটে চুটিয়ে নাচলেন শ্রিয়া
Read Time:1 Minute, 0 Second
নিউজডেস্ক- স্পেনের ইবিজায় ছুটি কাটাতে গিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরন। সাথে রয়েছে স্বামী আন্দ্রেই কসচিভ। ছুটি কাটানোর মাঝেই স্পেনের ইবিজার এক সমুদ্রতটে গোলাপি বিকিনি পড়ে মন খুলে নাচতে দেখা গেল ‘দৃশ্যম’ এর অভিনেত্রীকে। গোলাপি বিকিনিতে শ্রিয়া’র এই নাচের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রিয়া নিজেই। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভবিষ্যতে ইবিজাকে মিস করবো’। সোশ্যাল মিডিয়ায় শ্রিয়া’র এই বিকিনি পরিহিত এই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত তার ভক্তরা।