বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে ফের পার্শ্ব শিক্ষকদের আন্দোলন বালুরঘাটে
নিজস্ব সংবাদ, গোপাল সূত্রধর, বালুরঘাট: বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে ফের জুড়ে আন্দোলনে নামল পার্শ্ব শিক্ষকরা। বৃহস্পতিবার বালুরঘাটে সর্বশিক্ষা মিশন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ডিইও-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি পূরন না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
জানা গিয়েছে, ২০০৪ সাল থেকে অর্থাৎ ১৫ বছর ধরে বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক বিষয়ে বঞ্চিত হচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। দীর্ঘদিন ধরে তাঁদের কোনও স্থায়ী সমাধান হয়নি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কোন কাজ না হওয়ায় ফের একবার আন্দলোনে নামেন তাঁরা।
এদিন বালুরঘাট স্টেডিয়াম থেকে মিছিল শুরু করে পার্শ্ব শিক্ষকরা। এরপর বালুরঘাটে সর্বশিক্ষা মিশন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, ১৫ বছর ধরে বঞ্চিত হচ্ছেন তাঁরা। একজন শিক্ষক হয়েও শিক্ষকের মর্যাদা পাচ্ছেন না। নির্দিষ্ট কোনও বেতন পরিকাঠামো নেই। সম কাজে সম বেতন পাচ্ছেন না।
পরে ডিইও-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি পূরন না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে, পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সর্বশিক্ষা মিশনের আধিকারিক।