আবার সুরের জাদুতে বলিউড টলিউড মাতালেন গায়ক অর্ণব দত্ত
সুমন করাতি : আবার তার সুরের জাদুতে বলিউড টলিউড মাতালেন গায়ক অর্ণব দত্ত।”1921″মুভির “সুন লে যারা” তে মুগ্ধ হয়েছিল সমস্ত মানুষ। তার পরেই আবার সুপার হিট “রসগোল্লা” ছবিতে অর্ণব দত্ত এর গাওয়া “টাপুর টুপুর” গান টি। এরপর আবার সুপারহিট সোহম ও অরুনিমা অভিনীত বাংলা সিনেমা “17th september” এর “তুমি ছাড়া” গানটি। এই গানটি ইউটিউবে আসার প্রথম দিন ই দর্শক সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যায়। ক্যামেলিয়া প্রোডাকসন এর “17th September” মুভিটি রিলিজ হচ্ছে 13th সেপ্টেম্বর শুক্রবার। পরিচালক অমিতাভ ভট্টাচার্য্য এর এই ছবিতে অভিনয় করছে সোহম ও অরুনিমা। সুপারহিট “তুমি ছাড়া” গানটি এর এত সাফল্যের পর অর্ণব দত্ত বলেন তার গান যে মানুষ এর এত ভালো লাগছে এতে তিনি খুবই খুশি ভবিষ্যতে আরো ভালো ভালো গান তিনি মানুষকে সোনাতে চান। আর মানুষের এত ভালোবাসাই তাকে আরো ভালো গান গাইতে অনুপ্রেরণা জোগায়। আর যেহেতু অর্ণব দত্ত কোন্নগর এর ছেলে সেহেতু তার এই সাফল্যে খুবই খুশি কোন্নগর বাসীরা।