মহাসমারোহে পালিত হলো শিক্ষক দিবস
আলিপুরদুয়ার:- ক্যালেন্ডারের ৫-ই সেপ্টেম্বর তারিখ টিতে মহান শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষ্যে সমগ্র শিক্ষককূলকে নিপাট শ্রদ্ধা জানাতে দেশবাসী শিক্ষক দিবস পালন করে। শিক্ষক দিবসের ক্রেজ প্রতিবছরই পরিবর্তনশীল আমাদের সমাজে। এবারেও তার কোন ব্যতিক্রম হলো না। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গার পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকেও মহাসমারোহে উদযাপিত হলো শিক্ষক দিবস। ব্লকের সমস্ত প্রাথমিক বিদ্যালয় সহ , উচ্চ বিদ্যালয় , শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে সমারোহে পালিত হল দিনটি। এদিন জেলার বিভিন্ন কিছু বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে পালন হলো শিক্ষক দিবস । এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাস নেয় । তার পর বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে। পাশাপাশি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি ছোট্ট-ছোট্ট খুদে পড়ুয়াদের গান-নৃত্য সহযোগে দিনটি একটি অন্যমাত্রা লাভ করে।