new ‘দিদিকে বলো’র প্রচার সারলেন পৌরপিতা গৌতম হালদার September 6, 2019September 6, 2019 admin 0 Comments 0 0 Read Time:1 Minute, 46 Second গত ২৯ জুলাই রাজ্যেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ” দিদিকে বলো কর্মসূচি” চালু হয়েছিল! ৯১৩৭০৯১৩৭০ দেওয়া হয়েছিল এই নাম্বারটি সাধার মানুষের কাছে! মানুষের যে কোন সমস্যা হলে এই নাম্বারে ফোন করলে তা শোনা হবে! কয়েক মাস আগে থেকে এই কর্মসূচি প্রচারও চলছে জোরকদমে! তাই বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রচার সারলেন তৃণমূল-কংগ্রেসের ছাত্র পরিষদের যুবনেতা সৌম বক্সি! শুধুই তাই নয় কলকাতা পুরসভার ৫১ নং ওয়ার্ডের গিয়ে তিনি একটি জনসভাও করেন! এবং বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন তারা!এই দিনে তৃণমূলের কংগ্রেসের ছাত্র পরিষদের যুবনেতা সৌম্য বক্সি জানান পশ্চিমবঙ্গের ২০ লক্ষ মানুষ উপকৃত হয়েছে দিদিকে বলো কর্মসূচি মাধ্যমে! পাশাপাশি তিনি আরও বলেন ভারতের ইতিহাসে কেউ এই রকম সত্যতার সাহস দেখাতে পারেনি! যা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন! এই কাজের জন্য আমরা গর্ভবোধ করি! শিক্ষক দিবস উপলক্ষে এই দিনে তারা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ও সম্বধনা জানান তারা! Happy 0 0 % Sad 0 0 % Excited 0 0 % Sleepy 0 0 % Angry 0 0 % Surprise 0 0 %