খামখেয়ালি চাহিদার চাকুরিজীবী পাত্রীর বিজ্ঞাপন বেকার পাত্রের
নিউজ ডেস্ক : ম্যাট্রিমনি বিজ্ঞাপনের পাত্র মুহূর্তেই গোটা নেট দুনিয়ায় হয়ে উঠলেন ‘হাসির পাত্র’। বিডিএস পাশ করা ডঃ অভিনাও কুমার জন্ম বিহারের ভাগলপুরে ১৯৮৯ সালে। ৫ ফুট আট ইঞ্চি উচ্চতার ওই পাত্র বর্তমানে কোনো চাকরি না করলেও চাকুরীরত পাত্রীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরজন্য বিজ্ঞাপনে লেখেন, “খুব সুন্দর, অনুগত, বিশ্বাসযোগ্য, প্রেমময়, যত্নশীল, সাহসী, শক্তিশালী, ধনী, অত্যন্ত দেশপ্রেমিক, ভারতের সামরিক ও ক্রীড়া ক্ষেত্র প্রসার করার মানসিকতা সম্পন্ন, চরমপন্থী কিন্তু সহানুভূতিশীল, শিশুকে মানুষ করার ক্ষেত্রে বিশেষজ্ঞ, ভালো রাঁধুনি এবং অবশ্যই ঝাড়খন্ড বা বিহারে বাস করা হিন্দু ব্রাহ্মণ হতে হবে। তালিকা এখানেই শেষ নয়। এর পরও কুন্ডলি সহ ৩৬ টি গুনও কিন্তু পাত্রের সাথে মিলতে হবে, তবেই বিয়ের কনেকে উপযুক্ত বলে মনে করবেন এই পাত্র।
পাত্রের খামখেয়ালী সম্পন্ন এই বিজ্ঞাপনটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর পাশাপাশি দিনভর ওই পাত্রকে ট্রোলের শিকারও হতে হয়েছে।