মানবধিকার কমিশনের উদ্যোগে হয়ে গেল বস্ত্রদান শিবির
Read Time:40 Second
মানবধিকার কমিশনের উদ্যোগে হয়ে গেল বস্ত্রদান শিবির।সোমবার চুঁচুড়া আদালতের সামনে মানবধিকার কমিশনের উদ্যোগে ও কমিশনের সভাপতি মলয় মজুমদারের নেতৃত্বে হয়ে গেল এই বস্ত্রদান শিবির।এদিন প্রদীপ জ্বালিয়ে বস্ত্রদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন জেলা জর্জ অনন্ত ব্যানার্জী।উপস্থিত ছিলেন আইনজীবী প্রতিম সিংহ রায়,সমাজসেবী জাদু ঘোষ সহ বিশিষ্ট মানুষরা।