পনের দাবিতে বধূ খুন পলাতক স্বামী শ্বশুর শাশুড়িসহ আটজন।।
বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার মোহনপুর অঞ্চলের মল্লিক ঘেরি ঘাট পাড়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় দক্ষিণ মল্লিক ঘেরি গ্রামের বাসিন্দা অজিত পাত্রের একমাত্র কন্যা এর 9 বছর আগে 24 বছরের মামনি মন্ডল এর সঙ্গে মল্লিক ঘেরি ঘাট পাড়া গ্রামের বাসিন্দা সাধন মন্ডলের বড় পুত্র 28 বছরের পেশায় ভ্যান চালক প্রবীর মন্ডল এর সঙ্গে বিবাহ হয় সেই সময় সাধ্যমত নগদ অর্থ সোনার গহনা আসবাবপত্র দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন তাদের একটি পুত্র সন্তান হয়। যার বয়স বর্তমান সাত বৎসর বধুর বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে পণ্যের দাবীতে বধূর উপর নির্মম অত্যাচার চালাত বধূর শ্বশুরবাড়ির লোকজন এক বছর আগে তাদের একটি নতুন ইঞ্জিন ভ্যান দেয়া হয় সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা পন দেন বধুর বাপের বাড়ির লোকেরা ।তার পরেও থামেনি অত্যাচার হঠাৎই মঙ্গলবার রাতে বধূর সঙ্গে ঝগড়া করেন এবং বধুকে বেধড়ক মারধর করেন এবং বলতে থাকেন বাপের বাড়ি থেকে আরো কিছু নিয়ে আসো বধু রাজি না হয় তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয় ঘটনায় এলাকার লোক জানতে পেরে বধূকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা 24 বছরের মামনি মন্ডল কে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় আট জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বধূর বাপের বাড়ির লোকেরা শ্বশুরবাড়ি লোকেরা পলাতক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে