ব্লক লেভেল চাইল্ড পার্লামেন্ট ট্রেনিং হলো বেলডাঙ্গা ২ এ
Read Time:57 Second
সৌরভ চক্রবর্তী, মুর্শিদাবাদ
নারী ও শিশুদের সুরক্ষার জন্য CINI প্রায়ই বেশকিছু সচেতনতা শিবির করে থাকেন।
তেমনি আজকে বেলডাঙ্গা ২ ব্লকে চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে এই সচেতনতা শিবির করলেন CINI
বেলডাঙ্গা ২ এর ১১টা পঞ্চায়েত থেকে ৪ জন করে সর্বমোট ৪৪ জন ছাত্র ছাত্রী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছিলো।
শিবিরে চাইল্ড আবিউজ,বাল্য বিবাহ, শিশুশ্রম,শিশু আইন,শিশু অধিকার,স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে সচেতন করানো হলো।
উপস্থিত ছিলেন সমীর রঞ্জন মান্না (বিডিও,বেলডাঙ্গা ২),BWO, BPHN ছাড়াও সভাপতি, সহ সভাপতি ও CINI র প্রতিনিধি।