ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির অবস্থা গুরুতর
Read Time:57 Second
নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৯ বছর বয়সী বাংলাদেশির অবস্থা গুরুতর। বুধবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি শ্বাসকষ্টসহ নানা রকম শারীরিক সমস্যা রয়েছে। ১৩ দিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার থেকে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এরফলে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকেরা।
উল্লেখ্য, সিঙ্গাপুরে করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন মোট পাঁচ বাংলাদেশি। তাঁরা সকলেই চিকিৎসাধীন।