ভারত আমাদের সঙ্গে খুব ভাল আচরণ করে না, অভিযোগ ট্রাম্পের
Read Time:1 Minute, 18 Second
নিউজ ডেস্ক : আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওই সফরের সময় একটি বড় দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তির কথা হয়েছিল, কিন্তু সেটা নাও হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, সফর কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত একটি “বাণিজ্য প্যাকেজ” সই করতে পারে।তবে নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এটি করা হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। সেই সঙ্গে মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্কের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “ভারত আমাদের সাথে খুব একটা ভাল ব্যবহার করে না।”
অবশ্য ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ‘বন্ধু’ বলে সম্বোধন করে বলেন, “প্রধানমন্ত্রী মোদী আমার বন্ধু এবং উনি একজন ভদ্রলোক। আমি মাসের শেষেই সেখানে যাচ্ছি।”