ধর্মের বেড়া ভেঙ্গে নজির গড়লেন বাপন ও রেহানা
Read Time:1 Minute, 21 Second
সৌরভ চক্রবর্তী, মুর্শিদাবাদ
এসেছে অনেক বাধা কিন্তু তাই বলে কি প্রেম পূর্ণতা পাবেনা?
প্রায় ৯ বছর ধরে তাঁদের প্রেম, সেই ২০১১ সাল থেকে মুর্শিদাবাদের আজিমগঞ্জের বাসিন্দা বাপন দত্ত ও নশীপুর পুর্ব পাড়ার বাসিন্দা রেহানা সুলতানার প্রেমের সম্পর্ক।
দুইজনই ভিন্নধর্মী,তাই এসেছে অনেক বাধা অনেক প্রতিবন্ধকত ও কষ্ট কিন্ত একে অপরের উপর বিশ্বাস রেখে অবশেষে তাঁরা নিজেদের পরিবারকে মানিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
আজ ছিলো তাঁদের বৌভাত। কিন্তু তাঁরা কোন আত্মীয় স্বজনকে নেমন্তন্ন না করে স্কুলের ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে তাঁরা এই আনন্দ ভাগ করে নিলেন।
স্কুলে গিয়ে শিশুদের খাওয়া দাওয়া করালেন এই নব দম্পতী।
তাদের বক্তব্য শিশুদের মদ্যে থাকেনা কোনো ধর্মের বেড়া জাল।
তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।