“মাধ্যমিকে পাশ করতে হলে উত্তরপত্রে রাখো ১০০ টাকা”, পড়ুয়াদের পরামর্শ দিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক
নিউজ ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২০। টোকাটুকি ও প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া প্রশাসন। এই পরিস্থিতিতে সহজেই পাশ করতে পরীক্ষার্থীদের এক অদ্ভূত উপায় বাতলে দিলেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি স্কুলে। এই অভিযোগে গ্রেফতার হলেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীন মাল।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি মউ জেলার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও প্রিন্সিপাল। ভিডিওতে প্রধান শিক্ষককে বলতে শোনা গিয়েছে, “আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোনও ছাত্র-ছাত্রী ফেল করবে না। সরকারি স্কুলের শিক্ষকরা আমার বন্ধু। তোমরা নিজেরা আলোচনা করে লিখতে পারো।” শুধু তাই নয়, তিনি পরীক্ষার্থীদের এও পরামর্শ দিয়েছেন যে, “কোনও উত্তর জানা না থাকলে ১০০ টাকা রেখে দেবে। পরীক্ষকরা চোখ বুঝে তোমাদের নম্বর দেবে।”
প্রধান শিক্ষকের বলা এই কথাগুলিই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এক পড়ুয়া। আর এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।