একদিনে পুরভোটের দাবি কংগ্রেস ও সিপিএমের
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক : সামনেই রাজ্যজুড়ে পুরসভা নির্বাচন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া একদিনেই করার দাবি জানিয়েছে চাইছে কংগ্রেস ও সিপিএম। এ বিষয়ে তাঁদের অভিযোগ, একাধিক দফায় ভোট হলে নির্বাচনের সময়ে সন্ত্রাস চালাতে পারে তৃণমূল।
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমরা চাইছি রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হোক। গত পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে এই কমিশনের নিয়ন্ত্রণে যেভাবে ভোট লুট হয়েছে তা গোটা দেশের কাছে নজির হয়ে রয়েছে। আমরা চাই, রাজ্যে পুরভোট একদিনেই হোক। একাধিক দিনে ভোট হলে গুন্ডা-মস্তানদের এলাকা বদল করার সুযোগ দেওয়া হবে।”