ট্রাক-গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত পাঁচ
Read Time:1 Minute, 17 Second
নিউজ ডেস্ক : ট্রাক-গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার এশিয়ান হাইওয়ে ৪৮-র ডিমডিমা চা বাগানের কাছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এদিন প্রাইভেট গাড়িতে চেপে শিলিগুড়ি থেকে বীরপাড়ায় যাচ্ছিলেন ওই যাত্রীরা। ডিমডিমা চা বাগানের কাছে আসতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার জেরে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পাশাপাশি ঘাতক ট্রাকের ড্রাইভারকেও আটক করেছে পুলিশ।