নাম না করে মুকুল রায়কে ফেল করা ছাত্রর সঙ্গে তুলনা ফিরাদ হাকিমের
Read Time:1 Minute, 8 Second
শুক্রবার কলকাতার মেয়র বলেন, যারা পড়াশুনা করেন না তারাই পরীক্ষাকে ভয় পায়। আর যারা করে তারা পরীক্ষাকে ভয় পায় না বলে জানান কলকাতার মেয়র। এরপরেই কলকাতার মেয়র নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করে বলেন তৃণমূল ফেলকরা ছাত্রদের নিয়ে ভাবে না। তবে কলকাতা পুরসভার নির্বাচনের জন্য বিজেপি পুরোপুরি তৈরি বলে জানান ফিরাদ হাকিম। শুক্রবার কলকাতায় ভাষা দিবসের শহীদের শ্রদ্ধা জানিয়ে ফের বিজেপিকে কটাক্ষ করেন তিনি। কলকাতার মেয়র বলেন এরাজ্যের মানুষ সবাইকে সম্মান করতে যানে। ধর্ম,মত সবাইকে আমরা সম্মান করি। তবে যারা করেন না তারা বাঙলায় কোনদিন দাগকাটতে পারবে না বলে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন ফিরাদ হাকিম।