ভাষা শহীদদের আজ শ্রদ্ধাঞ্জলি শেখ হাসিনার
Read Time:1 Minute, 1 Second
নিউজ ডেস্ক : ২১ ফেব্রুয়ারির জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সর্বপ্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের প্রধান হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে হাসিনা। এছাড়া এদিন পরে বিভিন্ন দেশের কূটনীতিক, নানা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।