শ্যামনগর ঘোষপাড়া রোড এর ওপর ওয়েবলী জুট মিলে শ্রমিক বিক্ষোভ
Read Time:48 Second
দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া বেতন ও পিএফ এর টাকা পাচ্ছিল না।এই নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করা তো কোনো ফল হয়নি আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিলগেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ টানিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। এরপরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা মিল এর ভেতরে ঢুকে অফিসারের ঘর ভাঙচুর করে দাঁড়িয়ে থাকা দুটো গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর ক্ষিপ্ত জনতা বাইরে এসে ঘোষপাড়া রোড অবরোধ করে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।