পোলবায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু হল আহত ছাত্র ঋশভ সিংয়ের
Read Time:44 Second
পোলবায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু হল আহত ছাত্র ঋশভ সিংয়ের।অবশেষে আট দিনের লড়াই শেষ।শনিবার মৃত্যু হল ১৪ই ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্র ঋশভ সিংয়ের।শনিবার ভোর পাঁচটা নাগাদ মাল্টি অর্গান ফেল করে মৃত্যু হয় আহত ছাত্র ঋশভ সিংয়ের।মেডিকেল বোর্ড গঠন করেও বাঁচানো গেলোনা ঋশভকে।এই খবর হাসপাতাল থেকে জানানোর পরেই শোকের ছায়া নেমে আসে শ্রীরামপুরে ঋশভ সিংয়ের এলাকায়।