সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি কর্নাটকের বিধানসভার
Read Time:1 Minute, 0 Second
নিউজ ডেস্ক : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করল কর্নাটকের গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এ ব্যাপারে একটি নোটিশ জারি করেন বিধানসভার স্পিকার বিশ্বেস্কর হেগড়ে কাগেরি।
তিনি জানিয়েছেন, “বিধায়করা অধিবেশনের সময়ে নিজেদের কেন্দ্র ছেড়ে বিধায়কদের বাড়িতে ওঠে। যখন তারা এখানে থাকেন তখন সেটি তাদের ব্যক্তিগত সময়। আর এইসময় যখন সাংবাদিকরা বিধায়কদের বাড়িতে এসে তাদের সাথে দেখা করেন, তখন সেটি তাদের গোপনীয়তাকে লঙ্ঘন করার সমান।” পাশাপাশি তিনি এও বলেন, সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করা থাকবে বিধায়কদের বাড়ির গেটের বাইরে।