স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে আন্দিতে চাঞ্চল্য
Read Time:1 Minute, 9 Second
সৌরভ চক্রবর্তী, মুর্শিদাবাদ
মাস কয়েক আগেই কোলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে চলছিলো রাজনৈতিক উত্তেজনা।
সেই মূর্তি ভাঙার ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটলো মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার অন্তর্গত আন্দি এলাকায়।
এই আন্দির মাঠেই আছে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি।
কিন্ত গত শুক্রবার বিকেলের দিকে স্থানীয় কয়েকজন এই মূর্তির হাত,নাক ও শরীরের কিছু অংশ ভাঙা দেখতে পান।
আর তখনই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেন।
তখন ঘটনাস্থলে বরঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়াতে ওই বিক্ষোভ ওঠে।