সন্ধান পাওয়া সোনা ভারতকে আর্থিকভাবে শক্তিশালী করবে, দাবি কেপি মৌর্য’র
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশে যে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে তাতে বদলে যাবে ভারতের আর্থিক পরিস্থিতি। সরকারি তরফে জানা গিয়েছে, শোন পাহাড়িতে প্রায় ২৯৪৩.২৬ কিলোগ্রাম এবং হারদিতে ৬৪৬.১৬ কিলোগ্রাম সোনা মজুত রয়েছে। অর্থাৎ প্রায় ৩,০০০ টন সোনার খনির পেয়েছে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসআই)। যার মূল্য প্রায় ১২ লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে, এই সোনার পরিমাণ ভারতে বর্তমানে মজুত সোনার থেকে প্রায় পাঁচগুণ বেশি।
এ বিষয়ে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেপি মৌর্য বলেন, “এটি আমাদের দেশ ভারতকে আর্থিকভাবে শক্তিশালী করতে সহায়তা করবে। রাজ্য সরকার এই খবরে বেশ খুশি।”