ইস্পাত কলোনীর পার্কে ধুন্ধুমার , বিজেপি নেতাকে মারধোর , চলল গুলি , অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের বিরূদ্ধে

0 0
Read Time:3 Minute, 5 Second

ইস্পাত কলোনীর কুমারমঙ্গলম পার্কে আজ সকালে ব্যাপক হামলা চালাল পুরপিতা রাজীব ঘোষের নেতৃত্বে একদল যুবক । ব্যাপক মারধোর করা হয় লিজ নেওয়া পার্কটির কর্নধার দেবাশীষ রায়কে । চলে তিন রাউন্ড গুলিও , এমনই অভিযোগ । পার্কের ভেতর দেবাশীষবাবুর একটি রেস্তোরাঁ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ । এমনকি রেস্তোরাঁর ভেতরে থাকা সিসিটিভি , ল্যাপটপ , কম্পুটার ও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় ।ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ সহ কমব্যাট ফোর্স ।

ঘটনার সুত্রপাত পার্কের ভেতর একটি অনুষ্ঠান করাকে ঘিরে । দুর্গাপুর ইস্পাতের এই পার্কটি লিজ নেওয়া রয়েছে এক্সল্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি সংস্থার । সংস্থার সাথে আইনী লড়াই চলছে ইস্পাত কতৃপক্ষর । দেবাশীষ রায় এক্সল্ট সার্ভিসেস লিমিটেডের কর্নধার , যিনি বিজেপি দলের সাথে যুক্ত রয়েছেন । এক্সল্টের থেকে সাব লিজ নিয়ে ডলফিন নামের একটি সংস্থা ওই পার্কেই একটি স্ন্যাক্স কাউন্টার চালায় । আগামী ২৩শে ফেব্রুয়ারী ডলফিন সংস্থা একটি অনুষ্ঠান আয়োজন করেছিল , যেখানে রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজা , শান্তিরাম মাহাত , তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারী সহ শীর্ষ স্থানীয় তৃণমূলের নেতৃত্বের উপস্থিত থাকার কথা । যেহেতু এই মুহুর্তে দুর্গাপুর ইস্পাতের সঙ্গে এক্সল্ট সার্ভিসের আইনী লড়াই চলছে , তাই এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি এক্সল্ট । পুলিশকেও আগাম জানানো ছিল বলে দাবি দেবাশীষবাবুর । এরপরই আজ সকালে এই হামলা । ঘটনায় দেবাশীষ রায় সজ ৩ থেকে ৪ জন আহত । পার্কের এক কর্মী অতুল বাগদী জানান যে শেখর নামের এক তৃণমূল কর্মী তিন রাউন্ড গুলি চালায় ও প্রায় শখানেক ছেলে এসে মারধোর সহ ভাঙ্গচুর চালায় । ১০ নং ওয়ার্ডের কাউনসিলর রাজীব ঘোষের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর । পুলিশের সামনেই হামলাকারীরা তান্ডব চালায় বলে অভিযোগ । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত কলোনীতে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!