“গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের দিন তুচ্ছ রাজনীতি করার কোনও দরকার নেই” : বিজেপির মুখপাত্র
Read Time:1 Minute, 10 Second
নিউজ ডেস্ক : আগামী ২৪ ফেব্রুয়ারি স্বস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার পরদিন দিল্লির একটি সরকারি স্কুল পরিদর্শনে যাবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আপের তরফে অভিযোগ, ওইদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়ার নাম সরিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, “এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের দিন এই তুচ্ছ রাজনীতি করার কোনও দরকার নেই। ভারত সরকার মার্কিন মুলুককে পরামর্শ দেয়নি যে তাদের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ করা উচিত আর কাদের আমন্ত্রণ করা উচিত নয়। আমরা এই ‘তু তু ম্যে ম্যে’-র অংশীদার হতে চাই না।”