কৃষ্ণা বসুর প্রয়াণে শোকপ্রকাশ কংগ্রেস নেতার
Read Time:1 Minute, 6 Second
নিউজ ডেস্ক : আজ সকাল ১০ টা নাগাদ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এই সদস্য ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক রাজনীতিবিদ। এদিন কংগ্রেস নেতা অধীর অঞ্জন চৌধুরীও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “কৃষ্ণা বসু মারা গেলেন ভাবতে কষ্ট হচ্ছে। নেতাজির পরিবারের একজন সদস্য যিনি নিজের বিচারবোধ ও চিন্তার গভীরতায় ও নিজস্বতায় ছিলেন ভাস্বর। তাঁর মৃত্যু দেশ ও দশের জন্য অপূরণীয় ক্ষতি করলো। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।”