পাকিস্তানের সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস ট্রাম্পের
Read Time:1 Minute, 16 Second
নিউজ ডেস্ক : সোমবার বেলা ১১ টা বেজে ৪৪ মিনিটে ভারতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমান থেকে নেমেই মোদিকে আলিঙ্গন করেন ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেন তিনি।
এদিন ট্রাম্প বলেন, “আমেরিকা ও ভারত যুগ্মভাবে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করবে। দুটি দেশই সন্ত্রাসবাদের যন্ত্রণায় ভুগছে।” সেই সঙ্গে তিনি এও বলেন, “প্রত্যেক দেশের অধিকার আছে তাদের বর্ডারের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করার। ভারত ও আমেরিকা একসঙ্গে মিলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। অবশ্য ইসলামিক সন্ত্রাসবাদীকে আক্রমণ করলেও পাকিস্তানের সঙ্গে আমেরিকার ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।