ভারতে এসে বলিউডের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
Read Time:1 Minute, 18 Second
নিউজ ডেস্ক : বিশ্বের সবথেকে বড় সেটডিয়াম উদ্বোধন উপলক্ষে সপরিবারে ভারত সফরে এসেছেন ট্রাম্প। আর তাঁকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এদিনের অনুষ্ঠানে ভারতের প্রসঙ্গে বলতে গিয়ে বলিউড সিনেমার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। শোলে’ এবং ‘ডিডিএলজি’-এর উদাহরণ দিয়ে ট্রাম্প জানান, সমগ্র বিশ্বের মানুষ ভারতীয় সিনেমা উপভোগ করেন। ভারতীয় সিনেমা জগতের কলাকুশলীরা তাঁদের অভিনয় দক্ষতার জন্য বার বার সমগ্র বিশ্বের মানুষকে মুগ্ধ করেছেন।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, রাজ্যপাল আচার্য দেব্রাত, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।