সবরমতী আশ্রমে এসে চড়কায় সুতো কাটলেন ট্রাম্প দম্পতি
Read Time:1 Minute, 26 Second
নিউজ ডেস্ক : আজ বেলা পৌনে বারোটা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে নামেন সস্ত্রীক ট্রাম্প। মেয়ে ইভাঙ্কা ও জামাই জেরাড কুসন আগেই বিমান থেকে নেমে পড়েন। তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। একেবারে ভারতীয় পদ্ধতিতে স্বাগত জানানো হয় তাঁদের।
সেখান থেকে রোড শো করে সোজা চলে যান সবরমতী আশ্রমে। সেখানে গিয়ে চড়কায় সুতো কাটা দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তাই চড়কায় সুতোও কাটলেন ট্রাম্প দম্পতি।১৫ মিনিট সেখানে ছিলেন তাঁরা। এর পাশাপাশি সবরমতী আশ্রম থেকে বেরনোর সময় সেখানে ভিজিটার্স বুকে নিজেদের মন্তব্য জানিয়ে স্বাক্ষর করেন। সেখানে ট্রাম্প লেখেন, “আমার মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদী। এই অসম্ভব সুন্দর সাক্ষাতের জন্য অনেক ধন্যবাদ।” এরপর নীচে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।