পোলবার ডুবির ভেরিতে সোনার দোকানের তালা ভেঙে লুট
Read Time:59 Second
পোলবার ডুবির ভেরিতে সোনার দোকানের তালা ভেঙে লুট।দোকানের সিন্দুক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।আজ ভোর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার তদন্তে পোলবা থানার পুলিশ।
ডুবির ভেরি চৌমাথায় মানিক দাসের সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতিরা।শাটার ভেঙে কলাপসিবল গেটের চৌদ্দটা তালা ভেঙে দোকানে ঢোকে।প্রায় সারে চার লাখ টাকার সোনা ও রূপার গহনা লুট করে।দোকানে থাকা সিন্দুক টিও তুলে নিয়ে যায়।আজ সকালে স্থানীয় ব্যবসাসীরা দেখতে পান দোকানের শাটার ভাঙা।পোলবা থানার খবর দিলে পুলিশ আসে।