সরকার তন-মন-ধন নিয়েই ব্যস্ত, কেন্দ্রকে কটাক্ষ শশী থারুর
Read Time:1 Minute, 2 Second
নিউজ ডেস্ক : “এই সরকার কেন শুধুমাত্র তন-মন-ধন নিয়ে এত ব্যাকুল?” উত্তরপ্রদেশে সোনার খনি সন্ধানের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
প্রসঙ্গত, শুক্রবার উত্তরপ্রদেশের সোনভদ্রে মাটির তলায় ৩০০০ টন সোনা থাকার দাবি করেন জেলার মাইনিং অফিসার কেকে রাই। কিন্তু শনিবারই সেই দাবিকে নস্যাৎ করে দেয় জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। জিএসআই-এর তরফে ৩০০০ টন সোনা পাওয়ার খবর ভুয়ো বলে ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হল কেন্দ্র সরকার সহ উত্তরপ্রদেশ প্রশাসনকে। আর এই বিষয়ে এদিন টিপ্পনী করতে ছাড়লেন না শশী থারুর।