বিজেপিতে যোগ দিলেন দুর্ধর্ষ ডাকাত বীরাপ্পনের মেয়ে
Read Time:1 Minute, 9 Second
নিউজ ডেস্ক : আট থেকে আশি সকালেই চেনে দুর্ধর্ষ ডাকাত বীরাপ্পনকে। দক্ষিণের রাজ্যগুলি একসময় তার অঘোষিত সাম্রাজ্য ছিল। সেই বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি যোগ দিলেন বিজেপিতে। শনিবার তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজেপিতে যোগ দিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পণ রাধাকৃষ্ণন।
এদিন অনুষ্ঠানে বিদ্যা রানি বলেন, “জাতি ও ধর্মভেদে আমি গরিব ও দুঃস্থদের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য একাধিক প্রকল্প করেছেন এবং আমি সেই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”