দিল্লির চার জায়গায় জারি হল ‘শ্যুট অ্যাট সাইট’
Read Time:1 Minute, 17 Second
নিউজ ডেস্ক : রবি ও সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির ব্রহ্মপুরী এলাকা। সিএএ-এর পক্ষে ও বিপক্ষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের মধ্যেই পাথরবৃষ্টি শুরু হয়েছে। অশান্তির আশঙ্কায় বন্ধ ৫টি মেট্রো স্টেশন। জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। এর পাশাপাশি দিল্লির আরও ১০ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। আহত সংখ্যা ছাড়িয়েছে ২০০। আহতদের মধ্যে ৫৬ জন পুলিশকর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। মৌজপুর, জাফরাবাদ, কারওয়ালনগরে, চাঁদবাগে জারি কারফিউ’তে জারি হল ‘শ্যুট অ্যাট সাইট’ (দেখা মাত্র গুলি)-র অর্ডার।